Ultimate magazine theme for WordPress.

‘মানিকে মাগে হিঠে’, গানের শিল্পী ইয়োহানির পরিচয়

ইয়োহানি দিলোকা ডি সিলভা

তথ্য প্রযুক্তির এই যুগে বিশ্ব এখন ‘গ্লোবাল ভিলেজ’। সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে এক দেশের সঙ্গে অন্য দেশের সংস্কৃতির পরিচিতি ঘটছে।

সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল ‘মানিকে মাগে হিঠে’ প্রমাণ করেছে— ভাষা এখন কোনো বাধাই নয়। গানটি গেয়েছেন শ্রীলঙ্কার জনপ্রিয় দুই শিল্পী সাথীসান রথনায়কে ও ইয়োহানি দিলোকা দে জুটি। সিংহলী ভাষার এই গান এখন মানুষের মুখে মুখে। এমনকি ‘বিগ বি’ অমিতাভ বচ্চনও গানটির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। আর গানটির মাধ্যমে ইয়োহানি এখন আলোচনায়।

শ্রীলঙ্কার একজন বিজ্ঞানের ছাত্রী হয়েও, গানের জগতে নিজের নাম করতে বেশি সময় নেয়নি ইয়োহানি দিলোকা ডি সিলভা (Yohani De Silva)। প্রতিবেশি দেশের গায়িকা হয়েও, সীমান্ত পেরিয়ে তাঁর গানের যাদুতে মুগ্ধ হয়েছে স্কল দেশের নেটিজনরা। শ্রীলঙ্কায় এখন ‘র‌্যাপ প্রিন্সেস’ নামেই পরিচিতি পেয়েছে বছর ২৮-র ইয়োহানি।

১৯৯৩ সালের ৩০ শে জুলাই, শ্রীলঙ্কার কলোম্ব শহরে জন্মগ্রহণ করেন ‘মানিকে মাগে হিথে’র (Manike Mage Hithe) গায়িকা ইয়োহানি। বর্তমান সময়ে সিংহলি ভাষার এই গানই মন কেড়েছে নেটনাগরিকদের। ফোনের কলার টিউন থেকে রিংটোন, পাশাপাশি এই গানের সঙ্গে তাল মিলিয়ে নাচের ভিডিও আপলোডও চলছে স্যোশাল মিডিয়ায়।

পেশায় ইয়োহানির বাবা একজন আর্মি অফিসার এবং মা একজন বিমান সেবিকা। বোন শিবিন্দ্রী ডি’ সিলভাকে নিয়েই তাদের ছোট্ট পরিবার। পুর্ন নাম ইয়োহানি দিলোকা ডি সিলভা ডাক নাম ইয়োহি (Yohi)। খ্রিস্টান ধর্মের এই ইয়োহি কলোম্ব এর বিশাখা কলেজ থেকে বিজ্ঞান নিয়ে তাঁর প্রাথমিক পড়াশোনা শেষ করেন। পরবর্তী পদক্ষেপ ছিল সার জোন কোটালাওয়ালা ডিফেন্স ইউনিভার্সিটি।

ইয়োহানির বাবা একজন সেনাবাহিনীর কর্মকর্তা। মা বিমান সেবিকা। বিজ্ঞান নিয়ে লেখাপড়া করলেও তার আগ্রহ ছিল লজিস্টিক ম্যানেজমেন্ট।

বিজ্ঞানের ছাত্রী হয়েও মিউজিকের জগতে শুধু পা রাখাই নয়, তাঁর গানের তালে মুগ্ধ আট থেকে আশি সকলেই। ২০২০ সালে রিলিজ হওয়া তাঁর প্রথম গান ১৫ লক্ষ দর্শকের মন ছুঁয়ে গিয়েছিল। সেপ্টেম্বর ২০২০ সালে রিলিজ হয় তাঁর দ্বিতীয় গান ‘সীতা দাওনা’। তাঁর সর্বশেষ গান ‘মানিকে মাগে হিথে’ বর্তমানে নেটদুনিয়ার বাসিন্দাদের পছন্দের টপ লিস্টে রয়েছে। একজন দক্ষ গায়িকার পাশাপাশি অভিনেত্রী, মডেল, র‍্যাপার হিসেবেও সুখ্যাতি রয়েছে শ্রীলঙ্কার ইয়োহানির।

গানের জন্য একাধিক পুরস্কার জিতেছেন ইয়োহানি। তাকে প্রথম কাজের সুযোগ দেয় ‘পেটাহ এফেক্ট’ নামের রেকর্ড লেবেল। পরবর্তী সময়ে তাকে আর ফিরে তাকাতে হয়নি।

আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজ লাইক করে সাথেই থাকুন

Comments by Facebook